কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ ১০ লক্ষ টাকার বন্ডে শান্তনুর জামিন মঞ্জুর করেছে। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নিম্ন আদালতের এলাকার বাইরে যেতে পারবেন না তিনি এবং পাসপোর্ট জমা রাখতে হবে।
তবে শান্তনুর এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না। কারণ সিবিআই আদালত নিয়োগ দুর্নীতির আরেক মামলায় তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে।
হুগলির বলাগড়ের প্রাক্তন তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম মাথা হিসেবে তিনি প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে বিপুল অর্থ নিয়েছিলেন। ইডির চার্জশিট অনুযায়ী, শান্তনু অন্তত ২৬ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন এবং কালো টাকা সাদা করতে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলেছিলেন।
ইডি শান্তনুর বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের একটি তালিকাও উদ্ধার করেছিল, যেখানে সাড়ে ৩০০ জন প্রার্থীর নাম ছিল। শান্তনুর নাম প্রথম উঠে আসে মিডলম্যান তাপস মণ্ডলকে জেরা করার পর। তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতেই শান্তনু এবং তাঁর ঘনিষ্ঠ কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে ইডি।
এতদিন জেলবন্দি থাকলেও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অনেকেই ইতিমধ্যে জামিন পেয়েছেন। এবার শান্তনুও ইডির মামলায় জামিন পেলেন। কিন্তু সিবিআইয়ের মামলায় জড়িত থাকার কারণে আপাতত তাঁর জেলমুক্তি সম্ভব নয়।