সোমবার নৈহাটিতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, নৈহাটি ফেরিঘাটের নামকরণ হবে ‘বড়মা’-র নামে। এছাড়া ঘাটটি সংস্কারের পরিকল্পনা করেন। নৈহাটিতে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করার ঘোষণাও দেন, যা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।
উপনির্বাচনে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হওয়ার পরই মুখ্যমন্ত্রী এই এলাকায় সফরে যান। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি এবং ভাটপাড়ার হাসপাতালে নতুন ওপিডি চালুর কথাও ঘোষণা করেন। জানা গেছে, পার্থ ভৌমিকের সাংসদ তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-ব্যারাকপুরের অশান্তির স্মৃতি তুলে আনেন। তিনি বলেন, ‘‘তখন আমি নিজে এসে রাস্তায় বসে মানুষকে সাহস জুগিয়েছিলাম, যাতে তারা ভয় ছাড়াই বাইরে বের হতে পারেন।’’ তিনি মনে করিয়ে দেন কীভাবে দখল হওয়া তৃণমূল কার্যালয় নিজের হাতে পুনরুদ্ধার করেছিলেন।
প্রতি বছর নৈহাটির বড়মার মন্দিরে কালীপুজো জমকালোভাবে অনুষ্ঠিত হয়। সদ্য শতবর্ষ পার হওয়া মন্দিরে এ বার নতুন করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এই মন্দিরেই গত বছর পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সফরে নৈহাটির উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।