নয়াদিল্লি: আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার মামলার শুনানি রয়েছে, যেটির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরু হবে।
গত শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিল। সেই সূত্রে, আজ সিবিআই কি রিপোর্ট জমা দেয় তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সিবিআই সূত্রে খবর, তারা এদিনও বন্ধ খামে তদন্তের রিপোর্ট জমা দেবে আদালতে।
অন্যদিকে, মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় যে ‘চালান’ তৈরি হয়, তা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, রাজ্যের পক্ষ থেকে আজ আদালতে ওই ‘চালান’ জমা দেওয়ার কথা রয়েছে।
সারা দেশের নজর এখন এই শুনানির উপর, বিশেষ করে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি এবং রাজ্যের প্রতিক্রিয়া কী হবে, তা জানতে।