প্রথম পাতা খবর বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা বাড়ল, সুযোগ ১৪ ডিসেম্বর পর্যন্ত

বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা বাড়ল, সুযোগ ১৪ ডিসেম্বর পর্যন্ত

58 views
A+A-
Reset

নয়াদিল্লি: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) আবারও বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা বৃদ্ধি করেছে। এর আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়া হচ্ছিল। তবে এবার সেই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ, চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত নাগরিকরা কোনও অতিরিক্ত ফি ছাড়াই তাঁদের আধার কার্ড সংশোধন করতে পারবেন।

UIDAI-এর এই সিদ্ধান্ত বহু নাগরিককে স্বস্তি দিয়েছে। অনেকের আধার কার্ডে ভুল তথ্য, যেমন নাম, ঠিকানা, বা জন্ম তারিখের অসঙ্গতি রয়েছে, যা সরকারি এবং বেসরকারি পরিষেবা গ্রহণে সমস্যার সৃষ্টি করে। তাই এই সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও তাঁদের আধার তথ্য সংশোধন করতে পারেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিনামূল্যে আপডেট পরিষেবা গ্রহণ করা যাবে। ব্যবহারকারীরা লগইন করে প্রয়োজনীয় নথি আপলোড করে সহজেই তাঁদের আধার সংশোধন করতে পারবেন। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন মোবাইল নম্বর বা বায়োমেট্রিক আপডেটের জন্য ফি প্রযোজ্য থাকবে। যদিও নাম, ঠিকানা, এবং জন্ম তারিখ সংশোধনের জন্য কোনও চার্জ নেওয়া হবে না এই সময়ের মধ্যে।

UIDAI-এর এই পদক্ষেপ আরও বেশি মানুষকে তাঁদের আধার তথ্য সঠিকভাবে আপডেট করার সুযোগ দেবে। আধার কার্ডের সঠিক তথ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, কারণ এটি বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে অপরিহার্য।

UIDAI-এর এই বিনামূল্যে পরিষেবা নাগরিকদের আরও সুবিধা দেবে। যারা এখনও আধার সংশোধন করেননি, তাঁরা ১৪ ডিসেম্বরের মধ্যে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.