Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইউক্রেনের দুই শহরে ‌সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার - NewsOnly24

ইউক্রেনের দুই শহরে ‌সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

শনিবার ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। যদিও এই যুদ্ধ বিরতি সামগ্রিক যুদ্ধের জন্য নয়, শুধুমাত্র ইউক্রেনের দুটি মাত্র শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

রাশিয়ান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শনিবার শুধুমাত্র ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহর দুটির বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ করে দেওয়ার জন্যই সাময়িক এই যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া।

শনিবার ভারতীয় সময় সকাল প্রায় ১১.‌৩০ নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করে রাশিয়া। রাশিয়ার তরফে বলা হয়েছে, নাগরিকরা যাতে নিরাপদ জায়গায় সরে যেতে পারেন তার জন্যই সাড়ে পাঁচ ঘণ্টা সময় যুদ্ধ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাশিয়ান সেনা বাহিনী।

এদিকে এখনও পর্যন্ত ইউক্রেনে আরও প্রায় ৩ হাজার ভারতীয় আটকে আছেন বলে জানা যাচ্ছে। এর মধ্যে অধিকাংশই পড়ুয়া। আর ওই সব ভারতীয়দের উদ্ধারের লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের সঙ্গেও আলোচনা চালাচ্ছে ভারত। পড়ুয়াদের উদ্ধারে রুশ ও ইউক্রেন দুই দেশের কাছেই অনুরোধ জানানো হয়েছিল ভারতের তরফে। আর ভারতের সেই এই অনুরোধের পরপরই শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হল রাশিয়ার তরফে।

এর ফলে খারকিভ সহ অন্যান্য এলাকা থেকে ভারতীয়দের উদ্ধারে কিছুটা সময় পাওয়া গেল বলে মনে করছে দিল্লি। যদিও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বেলারুশে যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার সুফল মিলল হয়ত এবার। তৃতীয় দফায় আবারও বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের