প্রথম পাতা খবর সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থ,  রজত মজুমদারকে তলব ইডি-র

সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থ,  রজত মজুমদারকে তলব ইডি-র

623 views
A+A-
Reset

ডেস্ক: সারদাকাণ্ডে ২ প্রাক্তন IPS আধিকারিককে তলব করল ইডি। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।  এছাড়া প্রাক্তন IPS রজত মজুমদারকে তলব করেছে ইডি।

সারদার লেনদেন সংক্রান্ত তথ্য জানতে রজতবাবুকে তলব করা হয়েছে বলে খবর। সারদার উচ্চপদস্থ আধিকারিক ছিলেন রজতবাবু। তিনি সেখানে কী কাজ করতেন, কত বেতন পেতেন সে সব জানতে চান গোয়েন্দারা। সারদার লেনদেন সংক্রান্ত তথ্য জানতে রজতবাবুকে তলব করা হয়েছে বলে খবর। সারদার উচ্চপদস্থ আধিকারিক ছিলেন রজতবাবু। তিনি সেখানে কী কাজ করতেন, কত বেতন পেতেন সে সব জানতে চান গোয়েন্দারা। 

আরও পড়ুনঃ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ কমিশনে সৌগত, মহুয়া, যশবন্ত সিনহা-সহ পাঁচ প্রতিনিধি


সুরজিত্‍ কর পুরকায়স্থকে আগামী ২৫ মার্চ তলব করা হয়েছে।  সুরজিত্‍ কর পুরকায়স্থকে এই প্রথম ডাকা হল। সুরজিৎ কর পুরকায়স্থকে বিধাননগরের CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।


অন্যদিকে, সারদাকাণ্ডে আজই মদন মিত্রকে তলব করেছিল ইডি। পাশাপাশি, সারদাকাণ্ডে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তের আজ হাজিরা দেওয়ার কথা। বিবেক গুপ্তকে আজই তলব করেছিল ইডি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.