কলকাতা: অবশেষে বিধায়ক হিসাবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।
উপনির্বাচনের পর কেটে গিয়েছে একমাস। শপথ নিতে পারছিলেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। অবশেষে কাটল সেই জট। শুক্রবারই শপথ বাক্য পাঠ করলেন জয়ী তৃণমূল প্রার্থীরা। ডেপুটি স্পিকার আশীস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তিনি তাঁদের শপথ গ্রহণ করালেন না। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই।
এ ক্ষেত্রেও কার্যত রাজ্যপালের সিদ্ধান্ত উপেক্ষা করা হল। যদিও ডেপুটি স্পিকার আশিস প্রকাশ্যেই এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি জানিয়ে দেন, স্পিকারের উপস্থিতিতে কোনও ভাবেই ওই দায়িত্ব পালন করতে পারবেন না। স্পিকার বিমানকে তিনিই অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করানোর ব্যাপারে। তাঁর অনুরোধেই বিমানই শপথ গ্রহণ করান।
প্রসঙ্গত, বরানগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রায়াতের শপথগ্রহণ নিয়ে গত প্রায় একমাস ধরে টানাপড়েন চলছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে। গত ২০ জুন থেকে যা কার্যত স্পিকার বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের ঠান্ডা লড়াই শুরু হয়। সায়ন্তিকারা রাজভবনে যাবেন না বলে জানিয়ে দেন। তার বদলে বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন জানিয়ে ধর্নায় বসেন সায়ন্তিকা ও রেয়াত।