নয়াদিল্লি: প্রশ্নফাঁসের অভিযোগে নিট পরীক্ষা বাতিলের আবেদন জানানো মামলার শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর একটি বেঞ্চে এই সংক্রান্ত ৩৮টি মামলার শুনানি হল। বেঞ্চ বলেছে, পরীক্ষার পবিত্রতাই হারিয়ে গেলে, ফের পরীক্ষা নেওয়ার আদেশ দিতে হবে।
স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-এ যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা কার্যত মানল সুপ্রিম কোর্ট। তবে এখনই পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া শেষ অস্ত্র। তার আগে নিট-এ যে ব্যাপক অনিয়ম এবং গরমিলের অভিযোগ উঠেছে, তা নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।
প্রায় দুই ঘন্টা ধরে শুনানির পর, আদালত একটি বিশদ আদেশ দেয়। আবেদনকারীদের সমস্ত মূল যুক্তি রেকর্ড করা হয়েছে। এই অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই। শীর্ষ আদালত এদিন সিবিআই-কে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে। এই পরীক্ষার বিষয়ে এনটিএ এবং ভারত সরকারকেও স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। তারা এই বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে, তা বিশদে জানাতে বলা হয়েছে।
শীর্ষ আদালত সোমবারই নতুন করে নিট করানোর নির্দেশ না দিলেও ইঙ্গিত দিয়েছে যে, অসদুপায় অবলম্বন করে যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য ফের পরীক্ষার বন্দোবস্ত করা হতে পারে। আগামী ১১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।