নয়াদিল্লি: রাজ্যে উপাচার্য নিয়োগের জট কাটাতে সার্চ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।
শীর্ষ আদালতের নির্দেশ, উপাচার্য নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে ৩ জনের নাম পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। এই প্রেক্ষিতে রাজ্য সরকারকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যকে বিজ্ঞাপন দিতে হবে। আর সেই বিজ্ঞাপনে আদালতের নির্দেশের উল্লেখ করতে হবে। এই বিজ্ঞাপন থেকেই উপাচার্য নিয়োগ হবে এবং আগামী ৩ মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।
প্রসঙ্গত, সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। তা নিয়ে আগেই বিবাদ তৈরি হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে।