ফেসবুকে ভাইরাল ‘১১৭৬ হরে কৃষ্ণ’! কিন্তু কেন ?

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে কৃষ্ণ নামের মহিমায়। ফেসবুকের ওয়াল’ জুড়ে এখন শুধুই কৃষ্ণ নাম। হলোটা কি? নতুন প্রজন্ম কী তাহলে মেতে উঠেছে কৃষ্ণ নামে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়? ফেসবুক ওয়ালে, স্টোরিতে, এমনকি অনেকে প্রোফাইল ছবিতেও লিখেছেন হরেকৃষ্ণ। সঙ্গে একটি নম্বর ১১৭৬। কিন্তু কেন ১১৭৬? প্রশ্নটা হয়তো জাগছে অনেকের মনেই। তার আগেই শেয়ার করে দিচ্ছেন না, হয়তো না বুঝেই। যার জেরে ভাইরাল ১১৭৬ হরেকৃষ্ণ।

সোশ্যাল মিডিয়ার যাবতীয় প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুকে এই ‘১১৭৬ হরে কৃষ্ণ’ (1176 Hare Krishna) এখন দারুণভাবে ভাইরাল ৷ ১০ জনের মধ্যে ৮ জনই নিজেদের ওয়ালে এই পোস্ট করছেন ৷ অনেকে এটা নিয়ে হাসি-ঠাট্টাও করছেন ৷ অনেকে মজা করে অনেক মন্তব্যই করছেন ৷ অনেকে আবার সিরিয়াসও ৷ এই নম্বর লিখলে নিজের মনঃস্কামনা নাকি পূরণ হবেই ৷ এমনটাই বিশ্বাস অনেক মানুষের ৷

কিন্তু ঠিক কী এই ১১৭৬ নম্বর! এই নিয়েই এখন চলছে জোর বিতর্ক ৷ আসলে ১১৭৬ নম্বরটি হল একটি ‘এঞ্জেল’ নম্বর ৷ এবং এই নম্বর ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করার জন্য নাকি ‘লাকি’ নম্বরও বটে ৷ তাই এটা লিখে কেউ যদি মনের ইচ্ছা জানায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নাকি সেই উইশ পূরণ হবে ৷ এমন ধারনা থেকেই এখন সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে এই লেখা ৷

তবে এই নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকেই ৷ এটি আদতেই একটি এঞ্জেল নম্বর বলে দাবি করেছেন প্রচুর সংখ্যায় মানুষ ৷ ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এঞ্জেল নম্বর হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে জীবনে কিছু ভালো হবে বলেই মনে করা হয়। এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই ধারনা অধিকাংশ মানুষের।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে