কলকাতা: ক্রমবর্ধমান সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিল রাজ্য সরকার। ডিজিটাল প্রতারণা সম্পূর্ণ বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর। এই সম্পর্কে সচেতনতা গড়তে রাজ্য সরকার ‘সাইবারের সম্মোহন’ নামে কার্টুন আকারে বই (Comics Book) বের করল। এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বিধানসভায় মঙ্গলবার বই প্রকাশের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই প্রকাশ করা হলো। পরে সাইবার সচেতনতা বিষয়ক ডিজিটাল অ্যাপও চালু করা হবে।’
মন্ত্রী বলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি দফতরের পক্ষ থেকে সাইবার সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচানোর সম্ভবনা অনেক বেশি।
বাবুল সুপ্রিয় বলেন, বর্তমানে প্রতারকরা খুব সহজ এবং সরল ভাষা ব্যবহার করে প্রতারণার জাল ছড়ায়। মানুষ সাতপাঁচ না ভেবে তাদের ফাঁদে পা দেয়। এই ধরনের বই এবং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই প্রতারণার ঘটনাগুলি কমাতে হবে। তিনি এও জানান, বেশ কিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে।
দুটি বইয়ের প্রথমটিতে যে সমস্ত অধ্যায় রয়েছে সেগুলি হল – ফেসবুকের ফাঁদে, ব্যাংক থেকে বলছি, ওটিপিতে অতি লোভ, বেচারা বেচারাম, ক্যুরিয়ার কাহিনী, ক্রেডিট পয়েন্ট কেলেঙ্কারি, জুস জ্যাকিংয়ে জেরবার, বিলেতি বন্ধু ? ছদ্মবেশী, মডেলিংয়ে মামদোবাজি, প্রজাপতি প্রতারণা, ফিসের ফোঁস ফোঁস।
দ্বিতীয়টিতে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, ঋণ রহস্য, আসল নকল, বাড়ি বসে বড়লোক, চাকরিটা আমি পেয়ে গেছি, ফাঁকা টাকা, হাত বাড়ালেই বন্ধু ? বসন্ত বিলাপ, ছুটিতে ছুটোছুটি, বিট কয়েনের বিড়ম্বনা, 5G’র ফাঁদে, মায়ের খেলা ইত্যাদি।
প্রাথমিকভাবে প্রত্যেক বিধায়ককে দু’টি করে বই দেওয়া হবে।