কলকাতা: চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শীতের আমেজ আরও বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে পাঁচ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও সপ্তাহান্তে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে নামতে শুরু করবে। তাপমাত্রা কমায় শীত-শীত অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। হাওয়া অফিস মনে করছে, এবার পারদ পতনে আর কোনও বাধা নেই। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও ছিল তা ফিরে আসবে এ বার। ঘূর্ণিঝড় ফেনজলের পরোক্ষ প্রভাবে বিঘ্ন ঘটেছিল শীতের আমেজে।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে কিছু জেলায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দার্জিলিঙে তুষারপাতও হতে পারে। কুয়াশাও পড়বে জেলায় জেলায়।
সুতরাং, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে এলেও এখনও তা পূর্ণমাত্রায় জাঁকিয়ে শীতের পর্যায়ে পৌঁছাবে না।