কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কোনও ধরনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার নতুন কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকছেন এসএসকেএম হাসপাতালের ‘ভিজিটিং কনসালট্যান্ট’ সৌরভ দত্ত। কমিটিতে আরও ছয় জন সদস্য থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ এই কমিটিকে ইমেলের মাধ্যমে জানাতে পারবেন। মঙ্গলবার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির অফিস সল্টলেকের স্বাস্থ্য ভবনে স্থাপন করা হবে।
সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ এবং চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছে। আরজি করের আন্দোলনের মধ্যেই উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজেও এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে, সোমবার রাতে আরজি করের জুনিয়র ডাক্তাররা বেশ কিছু দাবি তুলেছেন, যার মধ্যে অন্যতম ছিল চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি। এ প্রসঙ্গে গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বারাসত মেডিক্যাল কলেজের চিকিৎসক দেবযানী বন্দ্যোপাধ্যায়, এসএসকেএম হাসপাতালের চিকিৎসক যোগীরাজ রায়, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যাপক সঞ্জীব চক্রবর্তী, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যাপক সুনেত্রা কবিরাজ রায়, আরজি করের অধ্যাপক দেবব্রত দাস এবং কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপক স্মার্ত পুলাই।
এই কমিটি দ্রুত রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পরিস্থিতি বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে।