পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরান ইজরায়েলের দিকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার প্রেক্ষিতে ইজরায়েলে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত করার পর ইরান এই হামলার হুমকি দিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরান ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্পর্শকাতর এলাকার ইজরায়েলি নাগরিকরা ইতিমধ্যেই বাঙ্কারে আশ্রয় নিয়েছে। প্রায় এক বছর ধরে গাজা উপত্যকায় ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাত হিজবুল্লাকে লক্ষ্য করে ইজরায়েলি অভিযানের কারণে আরও তীব্র হয়ে উঠেছে। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে। হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল।
এই ঘটনার প্রেক্ষিতে তেল আভিভের ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, “এলাকার পরিস্থিতি বিবেচনা করে, ইজরায়েলে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।”
দূতাবাস আরও বলেছে, “দয়া করে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন এবং নিরাপদ স্থানের কাছাকাছি থাকুন।” এছাড়া, জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (+৯৭২-৫৪৭৫২০৭১১ এবং +৯৭২-৫৪৩২৭৮৩৯২) শেয়ার করা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।