196
কলকাতা: বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত জুড়ে ৯০ হাজার জওয়ান মোতায়েন করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্ত।
বন্ধ রয়েছে সড়কপথে পরিবহণ, রেল পরিবহণ, এমনকি, ভারত-বাংলাদেশের আকাশসীমাও আপাতত অতিক্রম করার উপায় নেই দু’দেশের বিমানের। সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ ছিল ঢাকার শাহজালাল বিমানবন্দর।