84
আবার কুম্ভমেলায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল রাজ্যের তিন পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃত তিনজনই পশ্চিমবঙ্গের।
সূত্রের খবর, ৯ তারিখ পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয় প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে। ওই বাসেই গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দা ছিলেন বলে খবর।
এ দিন ভোরবেলায় প্রয়াগরাজের উতারামপুর থানা এলাকার ভগবতি পেট্রল পাম্পের কাছে বাসটি দাঁড়ায়। সূত্রের খবর, শৌচকর্ম করার জন্য কয়েকজন বাস থেকে নেমেছিলেন। তাঁদের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থালেই মৃত্যু হয় গোপলাডি গ্রামের তিনজনের। মৃত্যু হয়েছে কুন্তী মাহাতো(৬৮), আল্পনা মাহাতো(৪৭) ও জাগুঁড়ি মাহাতোর(৪৯)। এর মধ্যে কুন্তী ও আল্পনা সম্পর্কে শাশুড়ি ও বৌমা বলে জানা যাচ্ছে।