ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। শনিবার সকাল ১১টার মধ্যে এই নোটিশের উত্তর দিতে বলা হয়েছে।
২৮ মার্চ এবং ৭ এপ্রিল প্রচার সভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৮ মার্চ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সভায় তৃণমূল নেত্রী অভিযোগ তোলেন, ‘‘মেয়েদের ভোট দিতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। হুমকি দিচ্ছে। কে এত ক্ষমতা দিয়েছে ওদের?’’
তিনি আরও বলেন, ‘‘কার নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের মারধর করছে জানি। এ বার মারতে এলে হাতা-খুন্তি-বঁটি নিয়ে তেড়ে যাবেন মা-বোনেরা। বুথ থেকে বার করে দিতে এলে বিদ্রোহ করবেন।’’
অন্যদিকে ৭ এপ্রিল কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের বাহিনীকে ঘেরাও করে রাখারও নিদান দেন ওই সভায়।
কমিশনের মত, এই ধরনের মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ধারায় নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেছেন। এর আগে হুগলির তারকেশ্বরেও মমতা বিধি ভঙ্গ করেছেন বলে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।