কলকাতা: করোনার আবহে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে স্থগিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত চাইল সরকার। অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন।সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে। পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, মতামত জানানো যাবে।মেল আইডি pbssm.spo@gmail.com, মেল আইডি commissionerschooleducation@gmail.com, মেল আইডি wbssed@gmail.com।
আরও পড়ুন: শরীরে অক্সিজেনের ঘাটতি হলে কি করবেন, দেখে নিন
রাজ্য সরকারের গঠিত ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট পেশ করবেন। পাশাপাশি জনসাধারণও এই গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা নিয়ে তাঁদের মতামত জানাতে পারবেন ৭ মে বেলা ২ টো পর্যন্ত। যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়ন কিংবা না হলে বিকল্প ব্যবস্থার কথা পর্ষদ ও শিক্ষা সংসদ জানাবে রাজ্য সরকারকে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।