ইতিহাসে প্রথম ৮০ টাকা ছুঁল ডলারের দাম

ইতিহাসে প্রথম ৮০ টাকা ছুঁল ডলারের দাম। এই নিয়ে টানা চারদিন পড়ল টাকার দাম। ডলার প্রতি ৮০ টাকায় নেমে এল ভারতীয় রুপি। মঙ্গলবার প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে এল ভারতীয় মুদ্রা। এদিন বাজার খোলার সময়ে ভারতীয় মুদ্রা ৭৯.৯৮ টাকায় ছিল। আগের বাজার ক্লোজিংয়ের সময়ে ছিল ৭৯.৯৭ টাকা। মঙ্গলবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই সেটা ৮০.০১৭৫-এ পৌঁছে যায়। এটিই সর্বকালের রেকর্ড সর্বনিম্ন।

সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থির মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন। তিনি জানান, চলতি অর্থবর্ষে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখনও পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

একুশে জুলাই, কলকাতার একাধিক বেসরকারি স্কুলে ছুটির ঘোষণা

বাংলার অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল লা গণেশন

একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস

মধ্যপ্রদেশে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৫ যাত্রীর

রাষ্ট্রপতি নির্বাচন: বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ চন্দ্রিমার

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের