কলকাতায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সময়ের আগেই রাজ্যে ঢুকেছে বর্ষা। তবে বর্ষা উত্তরবঙ্গেই আটকে পড়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে সেই ইঙ্গিত মুহূর্তে দিতে পারছে না আবহাওয়া দফতর। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এখন না প্রবেশ করলেও আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী তিন-চার দিন বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া৷ তবে এই বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও সম্পর্ক নেই। স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হওয়ার কারণে এই ঝড়-বৃষ্টি।

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের।

আরও পড়ুন :

পয়গম্বর বিরোধী মন্তব্য, বিক্ষোভে উত্তাল দেশ, রাচিতে নিহত ২ আহত ১০

রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপাল, রাতে রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে

অসুস্থ সাংবাদিকের পাশে রাজ্য সরকার

Related posts

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি