প্রথম পাতা খবর ‘যেখানে দাঁড়াবেন, সেখানে হারবেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ আইনজীবী কল্যাণের

‘যেখানে দাঁড়াবেন, সেখানে হারবেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ আইনজীবী কল্যাণের

73 views
A+A-
Reset

কলকাতা: আগামী মঙ্গলবার বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানুষের জন্য বৃহত্তর স্বার্থে কাজ করতে চান তিনি। কোনো রাজনৈতিক দল তাঁকে টিকিট দেওয়ার প্রস্তাব দিলে বিষয়টি বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘তিনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই হারবেন’।

হুগলি জেলার কোন্নগরে ব্রিগেডে ‘জনগর্জন সমাবেশ’–এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের পথসভায় যোগ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে। ২০১৪ থেকে ২০২৪ সালে নরেন্দ্র মোদীর জমানায় বিচারব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে। রাজনীতি অত সহজ নয়। এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ। এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা।’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি | সাধারণ মানুষ বিশেষ করে বিচার প্রার্থী শিক্ষিত ছেলে-মেয়েদের কাছে একজন “ভগবান” হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই “ভগবান” গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।

তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেই তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, এই বিষয় স্পষ্ট না করলেও তৃণমূল বা সিপিএমে তিনি কোনওভাবেই যাবেন তা কিন্তু একপ্রকার নিশ্চিত। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.