নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি এলাকায় এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম মহাদেব বিষয়ী, যিনি নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা এবং বৃন্দাবনচক দক্ষিণ ২৫৩ নম্বর বুথের তৃণমূলের সক্রিয় কর্মী। বৃহস্পতিবার সকালে তাঁর মাংসের দোকানের ভিতর থেকে দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে দাবি, মহাদেবকে পিটিয়ে খুন করে দোকানের ভিতর ফেলে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, মহাদেবকে বিজেপি যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং ১৫ দিন আগে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বুধবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তৃণমূলের কর্মীরা এ ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
বিজেপি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, মহাদেবের মৃত্যুতে রাজনীতির কোনও যোগ নেই। তাঁদের মতে, মত্ত অবস্থায় পিকনিকের আসরে ঝগড়া থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মেঘনাদ পাল এবং রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।