২১ জুলাইয়ের আগেই কর্মী-সমর্থকদের বড় বার্তা তৃণমূল নেত্রী মমতার

রাত পোহালেই ২১ জুলাই। বৃহস্পতিবার ধর্মতলায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শহীদ সমাবেশ। এই সমাবেশের আগেই দলের কর্মী সমর্থকদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহোগিতার আবেদন জানিয়েছেন নেত্রী।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘২১ জুলাই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। ২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মা-মাটি-মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মা-মাটি-মানুষকে উৎসর্গ করা, সবটাই আমাদের ২১ জুলাইকে ঘিরে।’

নেত্রীর আহ্বান, ‘আমাদের ২১ জুলাই প্রোগ্রামে সবাইকে করি আহ্বান। সবাইকে আবেদন করব যারা পারবেন আসুন। ফিজিক্যালি আসুন। যারা পারবেন না তারা টিভিতে বা আমাদের পেজে দেখবেন। সবাইকে বলব প্রশাসনের সাথে সহযোগিতা করুন। জেলাগুলিকে সহযোগিতা করুন। গাড়িতে যারা আসবেন তারা তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে৷ মানুষকে সাহায্য করতে সব জেলাকে অ্যালার্ট করছি। সব রাজনৈতিক দল, সব মানুষকে বলব আসুন ২১ জুলাইকে প্রত্যক্ষ করুন।

আরও পড়ুন :

কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল নীল-সাদা অটোর যাত্রা

শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘ

অনলাইনে ২১ জুলাইয়ের সমাবেশের লাইভ সম্প্রচার, একাধিক রাস্তাকে ওয়ান ওয়ে ঘোষণা পুলিশের

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি ৮

কে হবেন ইস্টবেঙ্গল কোচ?

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার