ডেস্ক: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের দিনই উঠল গুরুতর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর বুথে তৃণমূলের বোতাম টিপলে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করেন কয়েকজন ভোটার। কাঁথি বিধানসভার মাজনা হাই মাদ্রাসা ১৭২ নাম্বার বুথে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় গোটা এলাকায়।
একলাবাসীদের দাবী -“তৃণমূলের প্রতীক চিহ্নে ভোট দিলে বিজেপির প্রতীক চিহ্নটি আসছে। এটিকে মূলত কেন্দ্র করে এলাকায় ভোট বন্ধ করে দেন এলাকাবাসী। তাদের দাবি এই মুহূর্তেই ইভিএম মেশিন পরিবর্তন করা হোক।অন্যথায় ভোট বন্ধ থাকিবে। কেন্দ্র বাহিনী থাকাকালীন এই ধরনের কার্যকলাপকে মেনে নিতে রাজি নয় এলাকাবাসী। তবে এখনো পর্যন্ত ভোট বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ‘রাজ্যে এসে মিথ্যে বলছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, বড় বড় কথা বলছে’, বিজেপিকে আক্রমণ মমতার
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল হতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। উত্তেজনা থাকায় ভোটগ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার। সংবাদমাধ্যমকে তিনি জানান, ভোটযন্ত্রে কোনও সমস্যা নেই। তৃণমূলের এজেন্ট বুথের ভিতরে রয়েছেন। তিনি সব দেখেছেন। গুজব থেকে উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তার আশঙ্কায় ভোটগ্রহণ বন্ধ রেখেছেন তিনি। ১ঘন্টা ৩০মিনিট পর অবজারভার আসার পর পূনরায় ভোট কার্য শুরু হয়েছে। ভোট কর্মীদের দাবি এখন ঠিক আছে। কোন অসুবিধা নেই। এই মুহূর্তে এলাকা পুরো শান্ত।