ডেস্ক: কোনও ভাবে বাঁধ মানছে না সংক্রমণ। মাঝে আশার আলো জাগিয়ে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। শনিবারের থেকে রবিবারের রিপোর্টে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি।আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২।
সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪। সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যায় ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। মোট আক্রান্তের সংখ্যাতেও ভারত দ্বিতীয়। অন্যদিকে, আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকোর-র পর ভারতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।