228
ওয়েবডেস্ক : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা। প্রায় ১০০ ছুঁই-ছুঁই পেট্রোল, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিজেল। রান্নার গ্যাসে হাত দিলেই ছ্যাঁকা খেতে হচ্ছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের ওপর লিটার পিছু এক টাকা করে সেস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এ কথা জানান।
আরও পড়ুন : এটা বাংলা ‘বাংগাল’ নয়, ভাষা দিবসের অনুষ্ঠানে ফের কেন্দ্রকে তোপ মমতার
তিনি বলেন, আজ রাত বারোটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য , আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯১ টাকা ৭৬ পয়সা এবং ডিজেল ৮৪ টাকা ৫৬ পয়সা।