উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, ৪৯৬ নম্বর পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার

কলকাতা: বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হার প্রায় ৮৯ শতাংশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এ বছর যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই প্রথম বড়ো পরীক্ষায় বসছেন। কারণ কোভিড পরিস্থিতির জন্য এঁরা মাধ্যমিক দিতে পারেননি।

এ বারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। ফলাফলে দেখা যাচ্ছে, পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। জেলাওয়াড়ি ভাবে, পাশের হার সবচেয়ে বেশি ৯৫.৭৫ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা।

প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের