আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে,পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

বুধবার দিনভর অস্বস্তি বাড়িয়েছে তীব্র গরম। কলকাতার আকাশ মেঘলা থাকলেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে নামমাত্র। কিন্তু আপাতত কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। পশ্চিমের জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কোথাও কোথাও ‘লু’ বইবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে।

অন্য দিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মঙ্গল ও বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই