আজও কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় চলবে তাপপ্রবাহ

কলকাতা: আগামী দু’তিন দিনের আগে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দাবদাহ অব্যাহত থাকবে কলকাতা-সহ রাজ্যের অন্য জেলাগুলিতে।
ভোরের দিকে কিছুটা স্বস্তি মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের দাপট শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও শহর কলকাতার তামমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্যও একই বার্তা দিয়েছে হাওয়া অফিস। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তামমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে চলবে তাপপ্রবাহ। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রাজ্যে।
এই তীব্র দাবদাহের সময় পথে বেরোনোর ক্ষেত্রে চিকিৎসকরা বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে সরাসরি রৌদ্রের সংস্পর্শে না আসা, হালকা জামা-কাপড়া, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, বেশি তেলমশলা ভাজা-ভুজি না খাওয়াই এই তীব্র দাবদাহের সঙ্গে লড়াইয়ের লড়াইয়ের পথ।

Related posts

আজ রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ, ভাগ্য পরীক্ষা এক ঝাঁক তারকা প্রার্থীর

আজও বৃষ্টির সম্ভাবনা, তবে চলতি সপ্তাহেই আবহাওয়ার ভোলবদল

নুডলস খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১২ বছরের বালক, হাসপাতালে ভর্তি পরিবারের ৫ জন