কলকাতা: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আর এর প্রভাবে সোমবার থেকে রাজ্যে রয়েছে হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার অর্থাৎ নবমীর রাত কিংবা দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গের নিচু এলাকায়। এর প্রভাবে ২০ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পুজোর শেষ দিকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। অষ্টমী পর্যন্ত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। তবে নবমী থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
হাওয়া অফিসের মতে, নিম্নচাপের প্রভাবে নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উল্লেখযোগ্য ভাবে আপাতত, এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র, ওডিশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এখন এর গতিপথ ঠিক কোন দিকে হয়, সেই দিকেই নজর আবহাওয়াবিদদের।