146
কলকাতা : এ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা।
উৎকর্ষ রাজ ও প্রতীক রঞ্জন নামে গ্রেফতার দুই ছাত্র। গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার পরীক্ষার প্রশ্ন সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার অভিযোগ। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে শনিবার দুজনকে গ্রেফতার করা হয়। দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রবিবার নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।