সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ভিজতে পারে কলকাতা?

কলকাতা: বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। হাওয়া অফিসের পূর্বাভাস,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে এ দিনও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে রাজ্যে জলীয় বাষ্প এসে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। আজও ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই। চৈত্রের চেনা গরম এবার মেজাজে দাপট দেখানোর অপেক্ষায়! সকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। দিন ও রাতের দুটো তাপমাত্রাই ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Related posts

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল