দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ডিগবাজি! ফিরে এল শীত

ফিরে এল শীত। ছবি: রাজীব বসু

কলকাতা: পূর্বাভাস মতোই আবহাওয়ার ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আবার ফিরল শীত। ফের জোরদার উত্তুরে-পশ্চিমী বাতাস।

ফেব্রুয়ারির শুরু হতে না হতেই শীত কার্যত উবে গিয়েছিল গোটা বাংলা থেকেই। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। এরই মধ্যে আবারও পারদপতন। কুয়াশার দাপটও অনেকখানি বহাল থাকছে সর্বত্র। তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর।

কমলো দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রির নীচে পারদ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনও জেলায় শুক্রবার বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি। সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দু-তিন দিন হালকা শীতের আমেজ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। এমনটাই মত আবহবিদদের। ও দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের