গরমের মাঝে সাময়িক স্বস্তি এনে দিয়েছিল রবিবার রাতের বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। সোমবার সন্ধ্যায় ফের বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
১৮ ও ১৯ মার্চ রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বইবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
২০ মার্চ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ও হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া বাঁকুড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গে এইদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী দিনে আবহাওয়ার পরিবর্তনের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।