প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন, তাঁর এই সফর সম্পূর্ণ সৌজন্যমূলক, কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি বলেন, “আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই, তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই।”
বিরোধীদের ভোটব্যাংকের রাজনীতির অভিযোগের জবাবে মমতা বলেন, দুর্গাপুজো বা কালীপুজোয় গেলে প্রশ্ন ওঠে না, তাহলে ফুরফুরা শরিফে গেলে কেন প্রশ্ন তোলা হচ্ছে? তিনি জোর দিয়ে বলেন, “বাংলার মাটি সম্প্রীতির মাটি। সম্প্রীতি, শান্তি, ঐক্য বজায় থাকুক, সবাই ভালো থাকুক।”
ফুরফুরা শরিফে ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি জানান, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং ১০০ বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে হবে।
ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এ দিন ফের সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগ এবং পরিকাঠামো তৈরি করেই ১০০ বেডের হাসপাতালটির উদ্বোধন হবে বলে আশ্বাস দেন তিনি।