কলকাতা: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ফেনজলের সরাসরি প্রভাব পড়েনি। তবে এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। শনিবার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফেনজলের কারণে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে।
শীতের আমেজে সাময়িক ব্যাঘাত ঘটলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি বেশি ছিল। উপকূল সংলগ্ন এলাকাগুলিতে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা দুই-এক ডিগ্রি ওঠানামা করতে পারে, তবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।
শীতের সাথেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় কুয়াশার প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।