কলকাতা: পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আকাশের মুখ ভার, সঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে, কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায় আজ, শনিবার বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ সক্রিয় থাকায় এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২৪ ডিসেম্বর, রবিবারও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজ তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। তবে রাজ্যে কবে থেকে আবার কড়া ঠান্ডার অনুভূতি ফিরে আসবে, তা এখনও স্পষ্ট নয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাই আপাতত শীতের আমেজে পরিবর্তন আসার সম্ভাবনা কম।