কলকাতা: এবার থেকে আর কোনও মেট্রো দমদম থেকে ছাড়বে না। সমস্ত মেট্রোই দক্ষিণেশ্বর থেকে চলবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রী পরিষেবায় সামান্য পরিবর্তন করা হয়েছে। দুই প্রান্তিক স্টেশন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচলের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে।
কলকাতা মেট্রো জানিয়েছে, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরকে প্রান্তিক স্টেশন হিসাবে বিবেচনা করে নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। এছাড়া, নোয়াপাড়া থেকে সকাল ৯টা নাগাদ একটি নতুন মেট্রো দক্ষিণেশ্বর আসবে, যা আগে ছিল না।
দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে, যা আগে ৯টা ২৮ মিনিটে ছাড়ত। তবে স্পেশ্যাল মেট্রোগুলির সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সময়সূচি অনুযায়ী পরিষেবা কার্যকর করা হবে আগামী ২৯ ডিসেম্বর থেকে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগে যাত্রী পরিষেবার আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।