অঝোরে বৃষ্টি কলকাতায়। ছবি: রাজীব বসু
কলকাতা: বাংলায় গভীর নিম্নচাপের বৃষ্টি। বিপদের আশঙ্কা। রাস্তাঘাট জলমগ্ন। চ্যালেঞ্জের মুখে যোগাযোগ ব্যবস্থা। লাগাতার বৃষ্টি হওয়ায় জল বাড়ছে একাধিক নদীতে।
দক্ষিণবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আজ তা পরিণত হবে নিম্নচাপে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দিন দুয়েক হল টানা বৃষ্টিতে বেহাল দশা। লাগাতার বর্ষণে জল জমেছে শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি এখনই থামবে না।
কলকাতায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শহরে আজও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সারাদিনই বৃষ্টি হবে। এছাড়া কলকাতা লাগোয়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও আজ এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।