প্রথম পাতা খেলা চেন্নাই টেস্টে ফলো-অনের ভ্রুকূটির সামনে ভারত

চেন্নাই টেস্টে ফলো-অনের ভ্রুকূটির সামনে ভারত

180 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : চেন্নাইয়ে পন্থ-পূজারার দুরন্ত লড়াই। শতরান হাতছাড়া করলেও দু’জনেই ঢেকে দিলেন টপ অর্ডারে বাকিদের ব্যর্থতা। কিন্তু সেই লড়াই সত্ত্বেও তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত। হাতে চার উইকেট।

বল ঘুরছে অন্তত এক হাত। ফলে পরিস্থিতি আরও কঠিন ক্রিজে উপস্থিত দুই ব্যাটসম্যান অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের জন্য। ফলো-অনের ভ্রুকূটিও রয়েছে। তবে এর বেশিরভাগ কৃতিত্বই প্রাপ্য ডম বেসের। ইংরেজ বোলারদের মধ্যে একাই চার উইকেট নেন তিনি।

রবিবার দিনের শুরুতেই গতকালের রানের সঙ্গে ২৩ রান যোগ করার পরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডম বেস আউট হন ৩৪ রানে। অ্যান্ডারসন ফেরেন ১ রান করেই। একটি উইকেট পান বুমরাহ। অপরটি পান অশ্বিন।

আরও পড়ুন : রুটের স্বপ্নের ইনিংস, চেন্নাই টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড

জবাবে ব্যাট করতে মাত্র ৬ রান করেই জোফ্রা আর্চারের বলে আউট হন রোহিত শর্মা। ভাল শুরু করেও ২৩ রানে আউট হয়ে যান শুভমন গিল। এরপর দ্রুত অধিনায়ক কোহলি এবং সহ-অধিনায়ক রাহানেও ফিরে যান। কোহলির সংগ্রহ মাত্র ১১ রান। অন্যদিকে, রাহানে করেন মাত্র ১ রান।

যদিও উলটোদিক থেকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন সেই চেতেশ্বর পূজারা। রাহানে ফিরতেই ক্রিজে আসেন পন্থ। তিনি অবশ্য ব্যাট করতে নেমেই পালটা মার শুরু করেন।

এই সময়ই পূজারা-পন্থ জুটি দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। দু’জনে মিলে জুটিতে ১১৯ রান যোগ করেন। কিন্তু এই জুটি ভেঙে দেন সেই ডম বেসই। ৭৩ রানে পূজারাকে ফেরান তিনি।

এরপর পন্থকেও ( ৮৮ বলে ৯১ রান) আউট করেন। তবে ততক্ষণে পাঁচটি ছয় এবং ৯টি চার মারেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

দুই ব্যাটসম্যানের এই চেষ্টা যদিও যথেষ্ট ছিল না। কারণ এখনও ফলো-অনের ভ্রুকূটি রয়েছে টিম ইন্ডিয়ার উপর। কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত। ফলো-অন বাঁচাতে প্রয়োজন ১২১ রান। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং রবিচন্দ্রন অশ্বিন (৮)। হাতে মাত্র চার উইকেট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.