প্রথম পাতা খেলা ডুরান্ড কাপ এফ সি গোয়ার

ডুরান্ড কাপ এফ সি গোয়ার

282 views
A+A-
Reset

সাধনা দাস বসু : এফ সি গোয়া ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ফাইনালে তারা মহামেডান স্পোর্টিংকে ১ – ০ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোল শূন্য। অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটের মাথায় এফ সি গোয়ার অধিনায়ক এডুয়ার্ডো বেদিয়া জয়সূচক গোলটি করেন।

এফ সি গোয়া এই প্রথমবার ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো। সেই সঙ্গে এফ সি গোয়ার প্রশিক্ষক জুয়ান ফেররান্ডো ফেনোলের ভারতের মাটিতে এটাই প্রথম জয়।

৩৪ হাজারেরও বেশি দর্শকের সামনে এফ সি গোয়া ও মহামেডান স্পোর্টিং তাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করে। প্রথম থেকেই দু’টি দল ছিলো আক্রমণাত্মক। কিন্তু গোল করার অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারে নি উভয় দলই। গ্যালারি ভর্তি দর্শকদের উচ্ছ্বাস মহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যোগালেও , তাদের মরিয়া চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। খেলা যতই গড়াতে থাকে ততই বাড়তে থাকে ফাউলের সংখ্যা। মাত্র ১৭ মিনিটের মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের তিন খেলোয়াড়  আজহারউদ্দিন মল্লিক , নিকোলা তোজানোভিচ্ এবং শাহিন হলুদ কার্ড দেখেন।

ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এফ সি গোয়ার অধিনায়ক এডুয়ার্ডো বেদিয়া। তিনি গোল্ডেন বল পেয়েছেন। গোল্ডেন গ্লাভ পেয়েছেন এফ সি গোয়ার নবীন কুমার। গোল্ডেন বুট পেয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের মার্কাস যোসেফ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.