২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ ভারতের

ডেস্ক: যত কাজই থাকুক না কেন, সন্ধ্যায় টিভি খুলে ম্যাচ দেখতে বসে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারত বনাম পাকিস্তান আইসিসি টি২০ বিশ্বকাপ বলে কথা। দুবাইয়ে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৷ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের ৷ টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে দু’দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ছবিটা বদলে দিতে মরিয়া বাবর আজমরা। কোহলিরা অবশ্য আধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর।


ভারতের প্রথম একাদশে রয়েছে, রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার। পাকিস্তানের প্রথম একাদশে রয়েছে, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।


ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাকিস্তানের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারে দুর্দান্ত বল করলেন শাহিন শাহ আফ্রিদি। শুরুতেই ধাক্কা দিলেন শাহিন আফ্রিদি। ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ১টি বল খেলে কোনও রান না করেই ক্রিজ ছাড়তে হয় ভারতীয় ওপেনারকে। তৃতীয় ওভারের প্রথম বলেই কেএল রাহুলের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন রাহুল।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারত, পাকিস্তান ম্যাচকে নিয়ে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, দেখে নেওয়া যাক  কিছু বিতর্কিত ঘটনা

পাকিস্তানকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি। ১৫ ওভারে দলগত ১০০ রান ছুঁল ভারত। শাদবের ওভারে ৪ রান ওঠে। ভারতের স্কোর ১০০/৪। শাদব ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। কোহলি ৩৭ ও জাদেজা ব্যক্তিগত ৬ রানে।ব্যাট করছেন।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২০ বলে ১৫২ রান।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা