ওয়েবডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে যশপ্রীত বুমরাহকে পাবে না ভারত। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁকে দলে না রাখার অনুরোধ জানিয়েছিলেন বুমরাহ।
সেই অনুরোধ মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বুমরাহ না থাকলেও চতুর্থ টেস্টে অতিরিক্ত কোনও ক্রিকেটারকে দলে নিচ্ছে না ভারত।
শনিবার বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে যাতে ওকে দলে না রাখা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল বুমরাহ। সেই আবেদন মেনে ওকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফলে চতুর্থ টেস্টে ওকে পাওয়া যাবে না। শেষ টেস্টের জন্য ভারতীয় দলে নতুন করে কারওকে নেওয়া হচ্ছে না। ব্যক্তিগত কারণটি ঠিক কী, তা অবশ্য জানা যাচ্ছে না।
আরও পড়ুন : অভিনব টুইটে সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন
চলতি ইংল্যান্ড সিরিজে প্রথম বার দেশের মাঠে খেলার সুযোগ পান বুমরাহ। চেন্নাইয়ে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তৃতীয় টেস্টে নিজের ঘরের মাঠ মোতেরায় খেলার সুযোগ পান।
যদিও স্পিন-সহায়ক সেই টেস্টে কোনও উইকেট পাননি তিনি। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুম বুম বুমরাহ। তবে প্রথম তিনটি টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।