চোট বিধ্বস্ত ভারত প্রথম একাদশ ঘোষণাই করতে পারল না, বুমরাহকে খেলানোর মরিয়া চেষ্টা

ওয়েবডেস্ক : যশপ্রীত বুমরাহর চোট পিছিয়ে দিল দল ঘোষণা। চতুর্থ টেস্টের প্রথম একাদশ ঠিক করতে ম্যাচের দিন, অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করবে ভারত।

চোট পেয়ে অনেকেই ছিটকে গিয়েছেন প্রথম একাদশ থেকে। টিম ম্যানেজমেন্টের কাছে দল বাছার জন্য বিশেষ কোনও অপশন নেই। ম্যাচের দিন সকাল পর্যন্ত বুমরাহকে খেলানোর চেষ্টা করবে ভারত, তেমনই জানালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

বুমরাহর চোট নিয়ে এখনও ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারেনি। রাঠৌর বলেন, “দলের ডাক্তাররা এখনও বুমরাহকে সুস্থ করার চেষ্টা করে চলেছেন। আগামীকাল সকাল পর্যন্ত দেখা হবে। যদি ও খেলার জন্য সুস্থ হয়ে ওঠে, তাহলে খেলবে। না হলে ওকে ছাড়াই নামতে বাধ্য হবে ভারত।”

আরও পড়ুন : সেঞ্চুরির চেয়েও দামি হনুমার অপরাজিত ইনিংস, সিডনিতে গৌরবজনক ড্র টিম ইন্ডিয়ার

বৃহস্পতিবার বুমরাহ না খেললে সম্পূর্ণ অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে ব্রিসবেনে নামতে হবে ভারতকে। মহম্মদ শামি, উমেশ যাদবের পর সিডনিতে চোট পান বুমরাহ।

এছাড়াও বিরাট কোহালি, লোকেশ রাহুল এবং হনুমা বিহারীকেও ব্রিসবেনে পাবে না ভারতীয় দল। চোট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও। তবে তিনি খেলবেন না বলে জানা যায়নি। এমন অবস্থায় শেষ পর্যন্ত দেখতে চাইছেন অজিঙ্ক রাহানেরা।

Related posts

ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

ইডেনে অঘটন! রানের পাহাড় গড়েও পঞ্জাবের কাছে হার কলকাতার

ইডেনে আজ পঞ্জাব-কলকাতা লড়াই, কখন কোথায় দেখবেন