শুটিং বিশ্বকাপে সোনা জিতল মেহুলি ঘোষ

শ্যুটিং বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন বাঙালি মেয়ে মেহুলি ঘোষ। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে শাহু তুষার মানের সঙ্গে জোট বেঁধে সোনা জেতেন মেহুলি। এই ইভেন্টে পালক এবং শিবা নারওয়াল জুটি বেঁধে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেহুলি এবং তুষার। মঙ্গলবারই বিশ্বকাপে পদক নিশ্চিত করেছিলেন ভারতীয় জুটি। বুধবার দুরন্ত পারফর্ম করে তাঁরা হারিয়ে দেন হাঙ্গেরির এজতার মেসজারোস এবং ইস্তভান পেনের জুটিকে। তবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। শেষ হাসি হেসেছেন ভারতীয় জুটি। ১৭-১৩ পয়েন্টে হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে।

ভারতের পদক তালিকায় ব্রোঞ্জ যুক্ত করেছেন শিবা নারওয়াল এবং পালাক জুটি। একপেশে ম্যাচে ভারতীয় জুটি পরাজিত করেছে কাজাখাস্তানের জুটি ইরিনা লোকটিওনোভা এবং ভেলিরি রাখিমজানকে ১৬-০ ব্যবধানে। দু’টি সোনা এবং একটি ব্রোঞ্জ জেতার ফলে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।

আরও পড়ুন :

ক্যানিংয়ে তিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ফের গ্রেফতার ১

পাহাড় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ালেন কচি-কাচাদের

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না, এরাজ্যে একটাই বঙ্গ: অভিষেক

পাহাড়ে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের

মা উড়ালপুলে সমস্যায় পড়লে, সমাধান মিলবে ‘‌ব্রেকডাউন হেল্পলাইন’‌ নম্বরে

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা