৪ গোলে বেঙ্গালুরুকে উড়িয়ে দিল মোহনবাগান, লিগ শিল্ড জয়ে এখন সামনে শুধুই মুম্বই

কলকাতা: বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩ পয়েন্টে পাখির চোখ ছিল মোহনবাগানের। বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরু এফসি-কে সেই ম্যাচে ৪ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। এখন লিগ শিল্ডের হাতছানি মোহনবাগানের সামনে।

আগামী সোমবার যুবভারতীতে লিগ শিল্ডের কার্যত ফাইনাল। ফলে এই ম্যাচটিকে সেমিফাইনাল ধরে নেওয়া যেতে পারে। এই ম্যাচ জিতলেই লিগ শিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকত মোহনবাগান। ঠিক সেই মতোই পারফর্ম করেছেন আর্মান্দো সাদিকু-মনবীর সিংরা। ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে ৪-০। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়াম থেকে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করছিলেন দিমিত্রি পেত্রাতোসেরা। ১৭ মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় মোহনবাগান। ৫১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল সবুজ-মেরুনের। মনবীর সিংহ গোল করেন। তিন মিনিটের মধ্যে ৩-০ এগিয়ে যায় মোহনবাগান। এ বার গোল করেন অনিরুদ্ধ থাপা। ৬০ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল করেন আর্মান্দো সাদিকু।

এ দিন ৪-০ ব্যবধানে এই ম্যাচ জিতে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৫। সম সংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই সিটি। সোমবার মুম্বইকে হারাতে পারলেই এ বারের লিগ শিল্ড আসবে সবুজ-মেরুন শিবিরে।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?