আইএসএলের ডার্বির দ্বিতীয় লেগেও ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় পেল মোহনবাগান। এই জয়ের ফলে ডার্বির মোট ১০টি ম্যাচের মধ্যে ন’টিতেই জয় তুলে নিল সবুজ-মেরুন। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশ করলেও মোহনবাগানের খেলা নিয়েও প্রশ্ন উঠছে। ইস্টবেঙ্গল সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো ফল অন্যরকম হতে পারত।
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান। অন্যদিকে, ১৫ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়ে গেল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধের শেষ দিকে রেফারির এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। মোহনবাগানের আপুইয়ার হাতে বল লাগলেও রেফারি পেনাল্টির আবেদন খারিজ করেন। রিপ্লেতে হাত দিয়ে বল লাগার বিষয়টি স্পষ্ট দেখা গেলেও ইস্টবেঙ্গল পেনাল্টি পায়নি। এই পেনাল্টি পেলে খেলার ফল ভিন্ন হতে পারত।
৬৩ মিনিটে শৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ইস্টবেঙ্গল ১০ জনে পরিণত হয়। তবে তাতেও তাদের আক্রমণে ভাটা পড়েনি। কোচ ব্রুজ়ো রক্ষণের খেলোয়াড় তুলে আক্রমণের খেলোয়াড় নামিয়ে চাপ বাড়ানোর কৌশল নেন। ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলের আক্রমণ বেশি হলেও মোহনবাগানের জমাট রক্ষণ তা সামাল দেয়। অলড্রেজ ও শুভাশিসের নেতৃত্বে সবুজ-মেরুন রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণ রুখে দেয়।
শেষ পর্যন্ত গোলের অভাবে ইস্টবেঙ্গল পিছিয়ে গেল, আর মোহনবাগান তাদের ধারাবাহিক জয়রথ এগিয়ে নিয়ে যায়। ফলাফল সবুজ-মেরুনের পক্ষে ১-০। টানা দুটি ডার্বিতে গোল পেয়ে ম্যাচের সেরাও হলেন ম্যাকলারেন।