প্রভসিমরনের সেঞ্চুরি, দিল্লিকে হারিয়ে টিকে রইল পঞ্জাব

পঞ্জাব কিংস: ১৬৭/৭ (প্রভসিমরন ১০৩, কারেন ২০, সিকন্দর ১১*, ইশান্ত ২/২৭, মুকেশ ১/৩, প্রবীণ ১/১৯)

দিল্লি ক্যাপিটালস: ১৩৬/৮ (ওয়ার্নার ৫৪, সল্ট ২১, আমন ১৬, হরপ্রীত ৪/৩০, চাহার ২/১৬, এলিস ২/২৬)

১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। শনিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএলের প্লে অফ থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস।

ঘরের মাঠে টস জিতে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করে ১৬৭-৭ তোলে পঞ্জাব। পঞ্জাবের হয়ে ৬৫ বলে ১০৩ রান করলেন প্রভসিমরন সিং। তাঁর শতরানের দৌলতে পঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন তিনি।

দিল্লির হয়ে ইশান্ত শর্মা ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পকেটে পোরেন অক্ষর প্যাটেল, প্রবীণ দুবে, কুলদীপ যাদব ও মুকেশ কুমার। এই জয়ের সঙ্গেই নিজেদের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল পঞ্জাব। ১২ ম্যাচে ১২ পয়েন্ট হল পঞ্জাবের।

দিল্লির হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২৭ বলে ৫৪ রান করলেন। তবে তিনি ফিরতেই দিল্লির আশা শেষ হয়ে যায়। দিল্লি থামল ১৩৬-৮ স্কোরে। ৩০ রানে ৪ উইকেট নেন হরপ্রীত ব্রার। ১৬ রানে ২ উইকেট ঝুলিতে পুরে নেন রাহুল চাহারের। ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন নাথান এলিস।

উল্লেখযোগ্য ভাবে,পঞ্জাবের কাছে পরাজিত হয়ে আইপিএল ২০২৩-র প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় দিল্লি। প্রথম দল হিসেবে চলতি আইপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করল ক্যাপিটালস।

Related posts

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা

আজ আইপিএলে মুম্বইয়ের মুখোমুখি কেকেআর, কখন কোথায় দেখবেন

দিল্লির বিরুদ্ধে ৭ উইকেট জয় নাইটদের