ডেস্ক: ফ্রি স্টাইলের কুস্তিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচও দক্ষতার সঙ্গে জিতে নিলেন দুই ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া ও দীপক পুনিয়া৷ সেমিফাইনালের টিকিট পেলেন দুই কুস্তিগিরই ৷পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন দীপক। অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের রবি কুমার দাহিয়া। কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে জয় হাসিল করেছেন রবি।
কোয়ার্টার ফাইনাল বাউটের প্রথম পিরিয়ডে দীপক ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিডয়ে চিনা কুস্তিগীর (১+২) ৩ পয়েন্ট ঘরে তোলেন। দীপক সেখানে দ্বিতীয় পিরিয়ড থেকে (২+২+১) ৫ পয়েন্ট সংগ্রহ করেন। দু’টি পিরিয়ডেই দাপট বজায় রাখায় বাউট জিতে নেন দীপক। সেমিফাইনালে দীপক ম্যাটে নামবেন আমেরিকার ডেভিড মরিস টেলরের বিরুদ্ধে। সেমিফাইনাল বাউট জিতলেই পদক নিশ্চিত করবেন দীপক।
আরও পড়ুন: প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া
লম্বা হওয়ার রবির কুস্তিতে সাফল্য যে আসবে, তা নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। সেমিতে ১৪-৪ এ জয় পেলেন রবি। কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের এসইউপি পয়েন্টের নিরিখে জয় হাসিল করেছেন রবি। কুস্তিতে গত কয়েক মাসে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য খুব একটা ভাল যায়নি। সুশীল সিংহকে গ্রেফতার হতে হয়েছে খুনের অভিযোগে। এই পরিস্থিতিতে রবি ও দীপকের এই পারফরম্যান্স সত্যিই আশাপ্রদ।