কেরিয়ারের শেষ উইম্বলডনে সেরা পারফরম্যান্স, মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

কেরিয়ারের শেষ উইম্বলডনে চমক দিলেন সনিয়া। মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছলেন সানিয়া মির্জা এবং তাঁর ক্রোয়েশিয়ান পার্টনার মেট পেভিচ। ভারতীয় টেনিস সুন্দরী নিজের সুদীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার মিক্সড ডবলস ইভেন্টে পৌঁছলেন উইম্বলডনের সেমিফাইনালে।

সোমবার মিক্সড ডাবলসে ক্রোয়েশিয়ার মেট পাভিচকে নিয়ে উম্বলডনের শেষ চারে পৌঁছে গিয়েছেন তিনি। চতুর্থ বাছাই জুটি গ্যাব্রিয়েলা ডেব্রোস্কি ও জন পিয়ার্সের জুটিকে হারিয়েছেন তাঁরা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হেসেছেন সানিয়ারাই। উইম্বলডনের মিক্সড ডাবলস ইভেন্টে এটাই সানিয়ার সেরা পারফরম্যান্স।

আরও পড়ুন : ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে  হারিয়ে এই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

সানিয়া মির্জা জানিয়ে দিয়েছেন এটিই তাঁর পেশাদার টেনিস কেরিয়ারে শেষ মরসুম হতে চলেছে। উইম্বলডনে জিতে কেরিয়ার শেষ করতে পারার মতো গর্ব এক জন টেনিস খেলোয়াড়ের কাছে কোনও কিছুতে নেই। সানিয়া চাইবেন নিজের সর্বস্য দিয়ে ইংল্যান্ড থেকে খেতাব নিয়েই দেশে ফিরতে। সেমিফাইনালে ষষ্ঠ বাছাই সানিয়া- পেভিচের জুটি মুখোমুখি হবে রবার্ট ফারাহ- জেলিনা ওস্টাপেঙ্কো বনাম নিল স্কুপিস এবং ডিসিরাই ক্রচিকের মধ্যে হওয়া শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

Related posts

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর

ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

ইডেনে অঘটন! রানের পাহাড় গড়েও পঞ্জাবের কাছে হার কলকাতার